রানা খান, শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরের রেলওয়ে স্টেশনে, ঢাকা - ময়মনসিংহ -ঢাকা গামী সব ধরনের আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে , মানববন্ধন কর্মসূচি পালন করেছে শ্রীপুরের ছাত্র, মুক্তিযোদ্ধা, বিভিন্ন পেশাজীবী ও সর্বস্তরের জনগণ।ময়মনসিংহ হতে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি প্রায় দুই ঘণ্টা আটকিয়ে অবরোধ ও মানববন্ধন করেছেন স্থানীয় ছাত্র ও জনগণ। ৯ই সেপ্টেম্বর সোমবার সকাল ১১টার সময় শ্রীপুর স্টেশনে এ কর্মসূচি পালন করা হয়। এইসময় ময়মনসিংহ হতে ছেড়ে আসা ঢাকা গামী আন্তঃনগর' ব্রহ্মপুত্র এক্সপ্রেস' ট্রেনটি শ্রীপুর রেল স্টেশনে প্রবেশ করার সাথে সাথেই ছাত্র-জনতা লাল নিশানা টানিয়ে ট্রেনটি থামায়। প্রায় দুই ঘণ্টা পর উর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে আন্তঃনগর ট্রেনটি ছেড়ে দেওয়া হয়। শ্রীপুর বাজারের স্থানীয় ব্যবসায়ী তপন বনিক জানান, শিল্প অধ্যুষিত এলাকা হওয়ায় শ্রীপুর রেলওয়ে স্টেশনটি খুবই গুরুত্বপূর্ণ স্টেশন। আমরা দীর্ঘদিন যাবত প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছি, রেলওয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ মন্ত্রণালয়ে দাবি জানিয়ে আসছি,কোন সূরাহা হয়নি। তাই বাধ্য হয়ে আজকে আমরা শান্তিপূর্ণ ভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছি। আশা করছি আমাদের এই দাবি উদ্বোধন কর্তৃপক্ষ মেনে নিবে। শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে ১১টায় ময়মনসিংহ হতে ঢাকা গামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে আসে। এই সময় অবরোধকারীরা লাল নিশানা টানিয়ে ট্রেনটি থামায় এবং আটকে রাখে। এই সময় প্রায় দুই ঘন্টা ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়। এবং ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।#
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ