রানা খান:,শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি বেসরকারি হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫ মার্চ)বেলা সাড়ে ১১ টায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল মামুনের নেতৃত্বে উপজেলার মাওনা চৌরাস্তায় 'মাওনা ল্যাবএইড হাসপাতালে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুনের নেতৃত্বে আদালত পরিচালনা করা হয়। আদালত সূত্রে জানান,মাওনা ল্যাবএইড হাসপাতালের লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র ও অন্যান্য কাগজপত্র হালনাগাদ না থাকা, প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও নার্স না থাকায় মাওনা ল্যাবএইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি আল মামুন বলেন, মাওনা ল্যাব এইড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কোনো অনুমোদন নেই এসব প্রতিষ্ঠানে বিভিন্ন সময় চিকিৎসা নিতে আসা রোগীরা ভুল চিকিৎসাসহ নানা হয়রানির শিকার হন। জনসাধারণকে ভুল চিকিৎসাসহ নানা হয়রানির হাত থেকে রক্ষার্থে ও বেসরকারি হাসপাতাল ও ডায়গনেষ্টিক সেন্টার গুলোকে জবাবদিহিতা আওতায় আনতেএ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, গত এক বছর আগে জেসমিন আক্তার নামে এক মহিলা জরায়ুর টিউমার অপারেশন করাতে এসে ভুল চিকিৎসার শিকার হন এবং বর্তমানে ওই মহিলা মৃত্যু শয্যায়।# রানা খান, শ্রীপুর গাজীপুর প্রতিনিধি। মোবাইলঃ01885840300
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ