রানা খান, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে গোয়াল ঘরের শিকল কেটে এক কৃষকের ২টি গরু চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (৫ই ফেব্রুয়ারি) ভোর রাতে শ্রীপুর পৌরসভার ২ নং ওয়ার্ড আমতলা( পলিগন ফিড মিল সংলগ্ন)এলাকায় নূরে আলম বাবুলের বাড়িতে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে এবং কৃষক বাবুলের ভাই জামানের সাথে কথা জানা যায়,ভোর রাতে ৫টার দিকে গোয়াল ঘরের শিকল কেটে ২টি গরু(একটি গাবিন গাভী ও একটি ষাঁড়) গরু চুরি করে নিয়ে গেছে। খোঁজ পেয়ে বহু খোঁজাখুঁজি করেও পাওয়া যায় নি।গরু ২টির মূল্য আনুমানিক তিন লাখ টাকা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, এখন ও কোন অভিযোগ পাইনি। খবর নিয়ে আইন আনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।