রানা খান, শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও সবক উদ্বোধন করা হয়েছে। উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা পশ্চিমপাড়া মিশনবাড়ী সংলগ্ন মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসায় সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে দশটায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সবক উদ্বোধন ও পুরস্কার বিতরণ করা হয়। এসময় মাদরাসায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করায় তৃতীয় শ্রেণীর ছাত্রী তালতলী গ্রামের মোঃ জসিম উদ্দীনের মেয়ে নুসরাত জাহান জেরিন কে প্রথম পুরস্কার হিসেবে স্বর্ণের তৈরি নাকফুল পুরস্কার দেয়া হয়। পর্যায়ক্রমে দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করার জন্য পুরস্কার হিসেবে বই বিতরণ করা হয়েছে।
মাদরাসার শিক্ষা সচিব মাওলানা মুফতি হাসিবুল ইসলামের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার উপদেষ্টা আশরাফুল আলম, মাওলানা মাহমুদুল হাসান, অভিভাবক জসিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন, শাহজাহান কবীর, আশিকুর রহমান সবুজ, আবুল কাশেম, সজিব, সোহাগ, জাকারিয়া, শহিদ, আহসান উল্লাহ প্রমুখ।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক এস এম জহিরুল ইসলাম বলেন, শিক্ষার মান উন্নয়নে দক্ষ, অভিজ্ঞতা সম্পন্ন আলেমা ও জেনারেল শিক্ষক, শিক্ষকার সার্বক্ষণিক তত্ত্বাবধায়নে নিরলস পরিশ্রমে ছাত্রীদের মেধাবী করে তোলার জন্য আমাদেরকে চেষ্টা অব্যাহত থাকবে। আরবী শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত কে বিশেষ গুরুত্ব সহকারে পড়ানো হয়। সবশেষে তিনি মাদরাসায় ভর্তি করানো সহ অভিবাবকদের লেখাপড়ার বিষয়ে খোঁজ-খবর নেওয়ার বিষয়ে তাগিদ দেন।#
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ