রানা খান, শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর পরকিয়া প্রেমিক আশরাফুল ইসলাম কে (৩৫) কুপিয়ে হত্যার প্রধান আসামী স্বামী আজিজ মিয়াকে (৩৪) গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (০৫ নভেম্বর) দুপুরে র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প কার্যালয়ে সংবাদ সম্মেলনে মেজর জুন্নুরাইন বিন আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সোমবার (০৪ নভেম্বর) সন্ধ্যা পৌণে ৭টায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আজিজ মিয়া ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠালী ইউনিয়নের রাজাবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে। নিহত আশরাফুল ইসলাম ,ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আসগ্রাম গ্রামের ওয়াহাবের ছেলে। সে স্থানীয় এস এস ফ্যাশন পোশাক কারখানার অংশীদার (মালিকানা) হিসেবে চাকরি করতো।
এ ঘটনায় নিহতের ভাই শিমুল দুই জনকে আসামী করে শ্রীপুর থানায় মামলা দায়ের করে। মামলায় দুইজনকে আসামি করা হয়।আসামিরা হলেন, তাসলিমার স্বামী আজিজুল ও হারুন অর রশিদ (২৮)।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব কর্মকর্তা মেজর জুন্নুরাইন বিন আলম সংবাদ সম্মেলনে বলেন, আজিজ স্ত্রী তসলিমা এবং দুই সন্তানকে নিয়ে ৮ বছর যাবত শ্রীপুর পৌরসভার বকুলতলা (চন্নাপাড়া) এলাকায় বসবাস করছেন। সেখানে থেকে আজিজ মিয়া রাজমিস্ত্রীর ঠিকাদারী এবং স্ত্রী স্থানীয় এস এস ফ্যাশন পোশাক কারখানায় চাকরী করতো। এক পর্যায়ে কারখানা কর্মকর্তা আশরাফুল ইসলামের সাথে তার স্ত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ঘটনার দিন স্বামী আজিজ মিয়া বাড়ীর পাশেই স্থানীয় মামুনের বাড়ীতে কাজের জন্য যায়। কাজের সরঞ্জামাদি ভুলে বাসায় ফেলে আসলে আবারো বাসায় ফিরে আসে।
ঘরে প্রবেশের পূর্বে বাহির থেকে সে শুনতে পায় তার স্ত্রী প্রেমিক আশরাফুল বিশ্বাসকে মুঠোফোনে বলছেন, স্বামী দূরে কাজে চলে গেছে এবং দুই ছেলে স্কুলে চলে যাবে। বাসা ফাঁকা, তুমি সাড়ে ১০ টার দিকে বাসায় চলে আসো। এ কথা শুনে আজিজ বাহিরে বাথরুমে লুকিয়ে থাকে। বেলা পৌণে ১১ টার দিকে প্রেমিক আশরাফুল বাসায় এসে ঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়।
তারা ঘরের ভিতর টেলিভেশিনের ভলিউম বাড়িয়ে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়। পরে আজিজ বাথরুম থেকে বের হয়ে দরজা খোলার জন্য বাহির থেকে কড়া নেড়ে চিৎকার শুরু করে। স্ত্রী তসলিমা ঘরের ভিতর থেকে দরজা খুলে দিলে আজিজ ঘরে প্রবেশ করে আশরাফুল এবং তার স্ত্রীকে ঘরে দেখতে পেয়ে রেগে গিয়ে ভিতর থেকে তালা লাগিয়ে দেয়।
পরকিয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে, কয়েক মাস যাবত তাদের মধ্যে সম্পর্কের কথা স্বীকার করে।
গত শুক্রবারও কারখানার ভিতর তাদের মধ্যে অনৈতিক মেলামেশার কথাও স্বীকার করে তারা। এসব কথা শুনে আজিজ ক্ষিপ্ত হয়ে ডাইনিং টেবিলের নীচে রাখা বটি দিয়ে আশরাফুলকে মাথা ও পিঠে এলোপাথাড়ী কুপিয়ে হত্যা করে এবং স্ত্রী তসলিমা আক্তারকেও গলা ও গালে কুপিয়ে গুরুতর আহত করে। পরে ঘরের বাহির থেকে দরজায় তালা দিয়ে চলে যায়।
এ ঘটনায় নিহতের ভাই মামলা দায়ের করলে র্যাব আমলে নিয়ে ছায়া তদন্ত করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। পরে সোমবার সন্ধ্যায় ময়মনসিংহের ত্রিশালের কাঁঠালী এলাকা থেকে আজিজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য শ্রীপুর থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ