স্টাফ রিপোর্টার:
আজ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় অনুষ্ঠিত হলো সকল স্যানিটেশন ব্যবসায়ীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ। এতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার সকল স্যানিটারী ব্যবসায়ী বৃন্দ।উন্নত ও আধুনিক প্রযুক্তিতে ব্যবসা পরিচালনা করে পরিবেশ দোষন মুক্ত রাখাই এর মূল লক্ষ্য।শ্রীমঙ্গল থানার ১৪ জন ব্যবসায়ি এতে অংশ গ্রহণ করেন।এতে উপস্থিত ছিলেন আই,ডি, ই এর কর্মকর্তা জনাব,আঃহেকিম (এফ,টি,এস),সিলেট, মোঃ আঃ রাজ্জাক এম,এফ, মৌলভীবাজার ও মোছাঃ শিপন আক্তার এফ,এফ মৌলভীবাজার।উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও মৌলভীবাজারের বিশিষ্ট কবি শেখ শাহ্ জামাল আহমদ। কবি তাৎক্ষণিক একটি ছড়া লিখেছেন -ছড়াটি নিম্নরূপ:-
শিরোনাম-আই ডি ই
মাঠ,জংগল,ঝোপঝাড়ে
মল মুত্র ত্যাগ করে,
নদী, নালা খালে বিলে
মলত্যাগের ধুম পরে!
এনজিও আসে ঘরে ঘরে
বুঝায় আপন করে,
খোলা মল ত্যাগ করলে
যাবেই তোমরা মরে।
উদ্যোক্তা হয় হাট বাজারে
কেমনে ধরে রাখে?
পিপিলিকার মতোই তাঁরা
আয় করে থাকে।
ইউনিসেফের আইডিই আসে
তাদের ভালোবাসে,
সরকার বলেন বাঁচিয়ে রাখো
আই ডি ই যাও তালাশে।
প্রশিক্ষণে বুঝতে সহজ
ধোলাই করো মগজ,
ব্যবসা রাখো করি আরজ
জীবন হবে সহজ।
লিখেছেন -
কবি-শেখ শাহ্ জামাল আহমদ
শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
প্রতিষ্ঠাতা সভাপতি
বাংলাদেশ কবি মহল (এসো কবিতা লিখি)। ছড়াকার - বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। এতে নতুন প্রযুক্তি নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দান করা হয়।জাপানের আধুনিক প্রযুক্তির আই টেব ও ভি টেব স্থাপন পদ্ধতি সরাসরি মাঠে প্রশিক্ষন ও এর সুফল বুঝিয়ে দেওয়া হয়। সকল ব্যবসায়ীকে একটি করে আই টেব ও ভি টেব সম্পূর্ণ ফ্রীতে প্রদান করা হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ