ইমরান হোসেন
মৌলভীবাজার প্রতিনিধি :
শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমির মাটি কাটা রোধকল্পে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব।
এ সময় সভায় উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মহিউদ্দিন, শ্রীমঙ্গলের ট্রাফিক ইন্সপেক্টর (টি আই) অমিতাভ সেখর চৌধুরী,
ট্রাক-ট্যাংকলরি কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি নুর মিয়া, সাধারণ সম্পাদক শাহাজান মিয়া, সাংবাদিক শামীম আক্তার হোসেন মিন্টু, নান্টু রায়, আতাউর রহমান কাজল প্রমূখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পরিবহন সেক্টরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,মাটি ব্যবসার সাথে জড়িত বিভিন্ন এলাকার ব্যক্তিবর্গ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব বলেন-অবাধে ফসলি জমির মাটি কেটে কৃষি পণ্য উৎপাদনে ব্যাঘাত ঘটানো যাবে না। ফসলি জমি থেকে মাটি কাটতে হলে দেশের আইন অনুযায়ী নীতিমালা মেনে কাটতে হবে। নীতিমালার বাহিরে গিয়ে কেউ অবৈধভাবে মাটি কাটলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অবাধে মাটি কাটা বন্ধ করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ