ইমরান হোসেন
মৌলভীবাজার প্রতিনিধি :
শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ এর পুরুস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহির আলীর সভাপতিত্বে এবং শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী, এবং বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।বিভিন্ন ধরনের খেলাধুলায় মেয়েরা অংশগ্রহণ করে, খেলাধুলায় বিজয়ী দেরকে আজ পুরুস্কার দেওয়া হয়।