মোঃনুহু ইসলাম স্টাপ রিপোর্টার।
পটুয়াখালী জেলা প্রশাসনের কঠোর নজরদারিতে জেলার মহিপুরে ৪ টিসহ ৯টি উপজেলায় ১৭৬ টি মন্ডপে ষষ্ঠী পূজার মধ্যদিয়ে দুর্গাপূজা শুরু হয়েছ। নির্বিঘ্নে ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যদিয়ে দুর্গাপূজা সম্পন্ন করতে আনসার, বিজিবি, পুলিশ, র্যাবসহ আইনশৃংখলা রক্ষাকারি বাহিনী মাঠে রয়েছে।
বুধবার ৯ অক্টোবর সন্ধ্যারাতে ষষ্ঠী পূজার মাধ্যমে পটুয়াখালী জেলার মহিপুর থানায় ৪ টিসহ ৯টি উপজেলায় ১৭৬ টি মন্ডপে দুর্গাপূজা শুরু হয়েছ।
দুর্গোৎসব নির্বিঘ্ন করার লক্ষ্যে হিন্দু সম্প্রদায়, সাংবাদিক ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসনের একাধিক সভা, মতবিনিময় ও প্রেসব্রিফিং করা হয়েছে। এছাড়াও
জেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন বরিশালের অতিরিক্ত ডিআইজি মোঃ আব্দুস সালাম (রিমন)সহ স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
১৭৬ টি পূজা মন্ডপের মধ্যে পটুয়াখালী সদর উপজেলায় ২৬ টি, গলাচিপা উপজেলায় ২৮ টি, বাউফলে ৬৫ টি, দুমকিতে ১০ টি, রাঙ্গাবালীতে ৫ টি, মির্জাগঞ্জে ১৫ টি, দশমিনায় ১৩ টি ও কলাপাড়া উপজেলায় ১০ টি পূজামন্ডপ। এ সব পূজামন্ডপে পূজা অর্চনার মধ্যদিয়ে দুর্গোৎসব শুরু হয়েছে বলে অতিরিক্ত জেলা প্রশাসক, সার্বিক, যাদব সরকার নিশ্চিত করেছেন। উক্ত সংখ্যক পূজা মন্ডপের মধ্য অধিক গুরুত্বপুর্ন ৫৭ টি, গুরুত্বপুর্ন ৯১ টি এবং সাধারন মন্ডপ ২৭ টি বলেও জানান তিনি। পূজামন্ডপ সমূহে নির্বিঘ্ন পূজা উদযাপনে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে বলেও জানিয়েছে অতিরিক্ত জেলা পরশাসক যাদব সরকার। মন্ডপ সমূহ সিসি ক্যামেরাও স্থাপন করা হয়েছে।