প্রিয়াংকা নিয়োগী,
কোচবিহার, ভারত।
২০২৪ সালে দাঁড়িয়েও নারীরা সবদিক থেকে এগিয়ে গেলেও এখনো তারা রাজনীতিতে অংশগ্রহণের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে,নিজেদের অধিকার নিয়ে সরব হলেও সক্রিয়ভাবে রাজনীতিক অংশগ্রহণ নিয়ে বেশিরভাগ নারীরই তেমন কোনো চিন্তা নেই বললেই চলে।তাইতো সংসদে আসন সংখ্যা নারী-পুরুষের সমান বরাদ্দ নয়।
সেটা নিয়ে নারীদের জোড়ালো আওয়াজ তুলতে এখন পর্যন্ত দেখা যায়নি।অথচ Women Empowerment এর প্রসঙ্গ নিয়ে আলোচনা হলেও পৃথিবীর সমস্ত দেশের নারীদের রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করলে দেখা যাবে সমস্ত দেশের চিত্রটাই এক। অর্থাৎ পুরুষ এবং নারীদের জন্য সংসদে সমান সংরক্ষণের ব্যাবস্থা নেই।তা নিয়ে নারীদের জোড়ালো কোনো মতবাদও নেই। এভাবে চলতে থাকলে নারী নেতৃত্ব বাড়বে না।তাই সমাজের জন্য দায়িত্ব,দেশের জন্য সিদ্ধান্ত নেওয়াতে নারীদের সংখ্যা বেশি করার জন্য সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে নারী ও পুরুষের জন্য সমান আসন সংরক্ষণ করতে হবে। পৃথিবীর প্রতিটি দেশেই সংসদে আসন সংরক্ষণের ক্ষেত্রে সমান নিয়ম হওয়া উচিত।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ