আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ সিলেট প্রতিনিধি।
জকিগঞ্জ টু সিলেট সড়কে সিএনজি -মোটরসাইকেল সংঘর্ষে শাহরিয়ার আহমদ স্বপন (২৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ জুন) বিকেল ৫টার দিকে কানাইঘাট উপজেলার সড়কের বাজারের পূর্বে রামপুর যাত্রী ছাউনির সম্মুখে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৫টার দিকে একটি মোটরসাইকেলে করে শাহরিয়ার আহমদ স্বপন জকিগঞ্জ থেকে সিলেট যাচ্ছিলেন। তিনি দ্রুতগতিতে রামপুর যাত্রী ছাউনি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বপন মারা যান। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।