মোঃ মাহফুজুর রহমান নড়াইল থেকে ,, বন্ধুদের সাথে কুয়াকাটা যেয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হলো এইচএসসি পরীক্ষার্থী রেজওয়ান ইসলাম তিতাস ও এজাজ হোসেন উৎস। তিতাস নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়ন এর ফুলদাহ গ্রামের পুলিশ সদস্য রবিউল শেখের ছেলে , আর উৎস একই ইউনিয়ন এর রঘুনাথপুর গ্রামের অবসার প্রাপ্ত বিজিবি সদস্য বখতিয়ার হোসেন সাবু মোল্যার ছেলে। প্রাপ্ত তথ্যে জানা যায়, ৮ জন বন্ধু মিলে ৪ খানা মোটর সাইকেল যোগে গত তিন আগে কুয়াকাটা সমুদ্র দেখতে তারা ভ্রমণে যায়। ভ্রমণ শেষে বাড়ি ফেরার সময় আজ ২২ সেপ্টেম্বর রবিবার সকল ১০ টার দিকে ফরিদপুরের নগর কান্দা উপজেলার কাই চাল ইউনিয়ন এর কান্দি শংকর মোড়ে বাস ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়ে একই বাইকের দুই বন্ধু তিতাস ও উৎস নিহত হয়। এবং আরও তিন জন গুরুতর আহত হয়েছে। এ দুর্ঘটনায় তিতাস ও উৎস এর গ্রামে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।