আমিনুল ইসলাম রনি আমিন
সভাপতি জাতীয় সাংবাদিক কল্যণ ফাউন্ডেশন উখিয়া উপজেলা শাখা
সত্যের গলায় ফাঁসির দড়ি
মিথ্যা বাজায় ঢোল,
সব নদী কি মিশে মোহনায়?
হারিয়ে তার দু’ কুল।
মিথ্যেরা আজ বাজনা বাজায়
সত্যেরে দেয় গালি –
সত্যের সাথে করে তামাশা
খুশিতে হাত তালি।
সত্যের ঢোল বাতাসে বাজে
মিছেই এসব বুলি!
মিথ্যার মিছিলে দীর্ঘ লাইন
সত্যের লাইনটা খালি।
মিথ্যারা আজ জায়গা করে নে
হাট , ঘাট , মাঠ- মঞ্চ,
সত্যেরা লাজে পিছু হটে রোজ
নেতার শাসনে ক্লান্ত।
মিথ্যা এখন সত্য হয়ে যায়
সত্যেরা এখন ক্লান্ত –
এই তালে চলছে সমাজ
সত্যেরা তাই ভ্রান্ত।।