নেত্রকোনা থেকে দ্বীপক চন্দ্র সরকার : নেত্রকোনায় সপ্তাহব্যাপী বইমেলার উদ্ধোধন করা হয়েছে। জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা গণগ্রন্থাগারের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে বইমেলার উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাফিকুজ্জামানের সভাপতিত্বে এবং গণগ্রস্থাগারের সদস্য চিন্ময় তালুকদারের সঞ্চালনায় এ উপলক্ষ্যে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান ভিপি লিটন, সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, বিশিষ্ট লেখক বীর মুক্তিযোদ্ধা আবু আক্কাস আহমেদ, প্রাবন্ধিক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, পৌর আ’লীগের সভাপতি অর্পিতা খানম সুমী, গণগ্রস্থাগারের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, সাধারন সম্পাদক মারুফ হাসান খান অভ্র, জেলা পুস্তক বিক্রেতা সমিতির সভাপতি উৎপল ভট্রাচার্য্য প্রমুখ।