নিজস্ব প্রতিনিধি: অবশেষে কেন্দুয়া উপজেলাবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান। সোমবার ০৬ জানুয়ারি ময়মনসিংহ থেকে কেন্দুয়া এবং কেন্দুয়া থেকে ময়মনসিংহ রুটে বিআরটিসি বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও ছাত্রসমাজের প্রতিনিধিত্বে এই উদ্যোগটি বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, মাসকা ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ও শ্রমিক নেতা জহিরুল ইসলাম ভূঁইয়া স্বপন, কেন্দুয়া প্রেস ক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলন নেত্রকোনা জেলা শাখার প্রতিনিধি নাহিদ হাসান, সগীর হাসান, প্লাবন, সৌরভ খন্দকার, রামিমসহ আরো অনেকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার উদ্বোধনকালে বলেন, কেন্দুয়াবাসীর নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের জন্য বিআরটিসি বাস ব্যবহার করবেন। এই বাস সার্ভিসটি সুষ্ঠুভাবে চালানোর জন্য আমরা সকল প্রকার সহযোগিতা করে যাবো।”
ভারপ্রাপ্ত কর্মকর্তা কেন্দুয়া থানা জনাব মিজানুর রহমান বলেন, বিআরটিসি বাস সার্ভিসটি বহুল প্রতীক্ষিত ছিলো। যাত্রীদের নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা বাহিনী সব সময় সচেষ্ট থাকবে।
কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি বলেন, এই সার্ভিসটি চালু হওয়ায় অত্র অঞ্চলের জনগনের দূর্ভোগ কমবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ