মোঃশাহেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার: কক্সবাজার টেকনাফে মহেশখালী পাড়া সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয় ও ২শিশু নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথ উদ্ধার তৎপরতা চলছে।
আজ রবিবার দুপুর ১২ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালী পাড়া নৌ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশু হলো, কোনকার পাড়ার সাদ্দাম হোসেনের ছেলে নুর কামাল ( ১২)নিখোঁজ শিশুরা হলো: ইমরান হোসেন (১২) , নজরুল হক (১২) । তারা হচ্ছেন টেকনাফ সদর ইউনিয়নের কোনকার পাড়ার আসরাফিয়া দারুণ নাজাত মাদ্রারাসা ছাত্র।
ঘটনার খবর শুনে সমুদ্র সৈকতে ছুটে আসেন নিখোঁজ শিশুর বাবা মোঃ কামাল। তিনি বলেন, মাদ্রাসার শিক্ষকদের নিয়ে সাগরের ঘুরতে এসে গোসলে নামলে এক শিশুর মৃত্যু হয় আমার ছেলেসহ দুই শিশু নিখোঁজ রয়েছেন। এদেরকে উদ্ধার করার জন্য কোস্টগার্ডের ডুবুরি দল সাগরে উদ্ধারের তৎপরতা চালাচ্ছে।
টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মুকুল কুমার
জানান, আজ দুপুর ১২ টার দিকে টেকনাফ মহেশখালী পাড়া নৌ ঘাট সাগরে ৩ শিশু একসঙ্গে সাগরে গোসল করতে নামে। এদের মধ্যে নুর কামাল নামে এক শিশু মারা যায়, বাকি দুই শিশু আজো নিখোঁজ রয়েছে। পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। এ মুহূর্তে কোস্টগার্ডের ডুবুরি দল সাগরে উদ্ধার অভিযানে নেমে যাচ্ছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ