স্টাফ রিপোর্টার:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পাটোরীরহাট বাজার সংলগ্ন এলাকার রাস্তার পাশের একটি খাল দখল করে কালবার্ট নির্মাণ করেন এক কুচক্রী মহল এলাকাবাসী বাঁধা দিয়েও খালটি দখলের হাত থেকে রক্ষা করতে পারেনি আজ সোমবার সকাল থেকে খালের দুইপাড়ে ইটের গাঁথনি দিয়ে খাল দখল চালিয়ে যেতে দেখা গেছে ঐ চক্রটিকে। তবে দুপুর ৩ টার দিকে কাজ বন্ধ রাখতে বলেছে ভূমি কর্মকর্তা চর ফলকন ইউনিয়নের পাটোরীরহাট এলাকার মুক্তার নামে এক লোক খালটি নিজের দাবি করে দখল করে রেখেছেন। দখল কারীর বিরুদ্ধে প্রশাসনের কোন হস্তক্ষেপ না থাকায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মুক্তার হোসেন জয়নাল মাঝি ও বেলাল মাঝি খালের মধ্যে একটি অংশ দখল করে কালবার্ট নির্মাণ শুরু করে স্থানীয় লোকজন বলেন ফলকন ভূমি কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে খাল দখলের সত্যতা পেয়ে নির্মাণ কাজ বন্ধ করার কথা বললে গণমাধ্যম কর্মীদের সহ সবাইকে হুমকি দেন মুক্তার হোসেন নামে এক যুবক।
স্থানীয় মোশাররফ হোসেন জানায়, এ খাল দিয়ে চর ফলকন এবং পুরো উপজেলা বিপুল সংখ্যক জমির পানি নিষ্কাশন হয় কিন্তু এভাবে দখল করে ফেললে খালের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।
এ বিষয়ে জানতে চাইলে কমলনগর উপজেলা ভূমি কর্মকর্তা ঝন্টু বিকাশ চাকমা জানান, খবর পেয়ে সাথে সাথে আমার একজন ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে পাঠিয়ে খাল দখল বন্ধ রাখতে বলেছি। খাল পাড়ের ঐ জমির বিষয়ে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ