দয়াল কৃষ্ণ সানা, বিশেষ প্রতিনিধি, খুলনা:
খুলনা নগরবাসী ২০২৪-২৫ অর্থবছর থেকে ঘরে বসেই সিটি কর্পোরেশনের ওয়েবসাইট থেকে খুব সহজেই নতুন ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন করে নিতে পারবেন।
গত বৃহস্পতিবার খুলনা নগর ভবনে ট্রেড লাইসেন্স সম্বলিত আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় অনলাইনে ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক।
জাতীয় শুদ্ধাচার কৌশল ও ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কর্মপরিকল্পনা অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশনে (কেসিসি) সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক আলোচনা উপস্থাপন হয়। এবং কেসিসির পক্ষ থেকে পরিবেশকে আরো ভারসাম্যপূর্ণ লক্ষ্যে এ কার্যক্রম ও ওয়েবসাইট (www.khulnacity.gov.bd অথবা www.kcctl.gov.bd) উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। দেশে তথ্যপ্রযুক্তির ব্যবহার বেড়েছে। অনলাইনে ভোগান্তিমুক্তভাবে সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স প্রদানের কার্যক্রম আজ থেকে শুরু হলো। এবং আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এখন থেকে অফিসে না এসেই ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স পাওয়ার সুযোগ পাবেন। গতবছর সিটি কর্পোরেশনে অনলাইনে হোল্ডিং ট্যাক্স প্রদান কার্যক্রম চালু হয়েছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এবং জিরো টলারেন্স। সকলেই মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল পরিকল্পনার সুফল ভোগ করবে বলে আশা করি আবার অন্যদিকে তথ্যপ্রযুক্তির ব্যবহারেও দুর্নীতির সুযোগ কমবে। কাজেই আপনাদের সকলের সহযোগিতা থাকলে খুলনা নগরীকে আগামীতে আরো সুন্দর ও পরিবেশ বান্ধব নগরীতে পরিণত করতে পারব বলে আমি বিশ্বাস করি।
পরে একই স্থানে দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কর্মশালা এবং সিএলসিসি সভা অনুষ্ঠিত হয়। কেসিসির প্যানেল মেয়র-১ এস এম রফিউদ্দিন আহম্মেদ, কেসিসির কাউন্সিলর, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন কেসিসির সচিব (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা বেগম।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ