শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সহনশীলতার মধ্য দিয়ে গনতন্ত্র চর্চা করে এগিয়ে যেতে হবে। তাহলেই গনতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব।
গত শুক্রবার (৩ জানুয়ারি-২০২৫) সকালে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আমরা রাজনৈতিক দল গুলো পরস্পর পরস্পরের বিরুদ্ধে বিরোধে লিপ্ত হয়েছি। আমরা গনতন্ত্রের কথা বলি কিন্তু গনতন্ত্র চর্চা করি না। নেতিবাচক চিন্তা করলে হবে না। বাংলাদেশে গনতান্ত্রিক প্রতিষ্ঠা গড়ে উঠেনি বরং দিনের পর দিন এখানে গনতন্ত্র হত্যা করা হয়েছে। গনতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে দেওয়া হয়নি।
আক্ষেপ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কি করুন সময় গেছে, আমরা আমাদের ভোট দিতে পারিনি। গত ১৫ বছরে প্রজন্মের পর প্রজন্ম জানে না ভোট কি। তারা ভোট দিতে পারেনি। পরপর ৩টি টার্ম ফ্যাসিবাদ ক্ষমতা দখল করে দেশের মধ্যে ভীতি তৈরি করে মানুষকে নির্যাতন নিপীড়ন চালিয়ে লুট করে দেশের সম্পদ। গত ১৫ বছরে ফ্যাসিস্টরা ২৮০ বিলিয়ন ডলার বিদেশে পাচার
করেছে।
অর্থনীতি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান প্রফেসর জাহেদা পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম রব্বানী, প্রফেসর আব্দুল জব্বার, প্রফেসর মো. ইদ্রিস মিয়া। অনুষ্ঠানে সাবেক সহকর্মী, সাবেক ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯৭২ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত দিনাজপুর সরকারি কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেন শিক্ষকতার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক ও অনুষ্ঠানসহ সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ