রাসেল মাহমুদ এর ছবিতে ইমরান সরকারের রিপোর্ট:-
গাইবান্ধায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনময় সভা করেছে গাইবান্ধা জেলা শাখা। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে গাইবান্ধা দারুল আমান ট্রাস্ট মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৪ ডিসেম্বর গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০ টায় শুরু হবে জেলার কর্মী সমাবেশ। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। কর্মী সম্মেলন চলবে দুপুর পর্যন্ত। সমাবেশে এক লক্ষ – ১ লক্ষ ২৫ হাজার
কর্মী অংশ নেবেন বলে তারা আশা করছেন।
অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার আমির আব্দুল করিম সরকার ।
গাইবান্ধা জেলা সেক্রেটারী জহুরুল হক,এ ছাড়া নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা ওয়ারেছ প্রধান, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, শহর আমির ফেরদৌস , জেলা শিবিরের সেক্রেটারী রুম্মান ফেরদৌস,
গাইবান্ধার খবর পত্রিকার সম্পাদক
জোবায়ের হোসেন, গাইবান্ধা জেলা প্রেস ক্লাব এর
সাধারণ সম্পাদক রাহুল ইসলাম রুবেল সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।জেলা আমির বলেন,
গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানের ফলে ৫ আগস্ট জাতি দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে। প্রায় দেড় যুগ পরে আমরা গাইবান্ধার আপামর জনতার পাশাপাশি সাংবাদিক বন্ধুদের নিয়ে
মতবিনিময় সভা করতে পেরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি।
তিনি বলেন, আগামী মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গাইবান্ধা সফর করবেন। ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২.৩০ টা পর্যন্ত ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলন হবে। সম্মেলনে লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত থাকবেন বলে তিনি জানিয়েছেন।