উখিয়া প্রতিনিধি:
গত ২৬/০৩/২০২৪, তারিখ মঙ্গলবার বিকেল ৫:৪৫, ঘটিকার সময় কক্সবাজার জেলার লোকাল পত্রিকা দৈনিক আপন কন্ঠ এর স্টাফ রিপোর্টার সরওয়ার সিকদার এর উপর সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে এসময় সন্ত্রাসীরা সাংবাদিক সরওয়ার সিকদারকে হাতুড়ি, লোহার রড়, ছুরি দিয়ে হামলা চালায় এতে সরওয়ার সিকদার গুরুতর আহত হন সরওয়ার সিকদার এর আরেক সহযোদ্ধা সাংবাদিক তারেকুল রহমান আহত হন এবং রুবেল নামের একজন সরওয়ার সিকদারকে বাঁচাতে এসে মাথায় হাতুড়ির আঘাতে মাথা ফেটে যায়,এসময় সাংবাদিক সরওয়ার সিকদারের ফোন পেয়ে উখিয়া থানার বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইকবাল একটি পুলিশের টীম পাঠিয়ে দিলে ঘটনাস্থলে এসে সাংবাদিক সরওয়ার সিকদারের উপর হামলাকারীদের ধাওয়া করে পরে পুলিশের ধাওয়া খেয়ে সন্ত্রাসীরা হাতুড়ি ফেলে দিয়ে পালিয়ে যায় অনেক দূর পর্যন্ত ধাওয়া করে পরে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ঢুকে পড়লে আসামিদের ধরতে ব্যার্থ হয়।
জানা যায় গত ছয়দিন আগে বাংলা নিউজ নেটওয়ার্ক নামের একটি অনলাইন পোর্টাল থেকে একটি ছিনতাইয়ের ঘটনার নিউজ প্রকাশ হলে সেই নিউজটি দৈনিক আপন কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সরওয়ার সিকদার নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে শেয়ার করিলে ছিনতাইকারী
নুরুল আমিন প্রকাশ শিং বাদশা ও তার আত্মীয় স্বজন পরিকল্পিত ভাবে সাংবাদিক সরওয়ার সিকদার এর উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায় এসময় সাংবাদিক সরওয়ার সিকদার, সাংবাদিক তারেকুল রহমান,ও তাদের বাঁচাতে গিয়ে রুবেল নামের একজন সহ তিনজন গুরুতর আহত হন পরে ঘটনাস্থলে পুলিশ এসে সন্ত্রাসীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে তাদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয় এসময় ঘটনাস্থল থেকে পুলিশ দুইটি হাতুড়ি সহ কিছু হাতিয়ার উদ্ধার করে।
সাংবাদিক সরওয়ার সিকদার বলেন ছিনতাইকারীরা আমাকে মারধর করে গুরুতর আহত করে এবং এইসমস্ত কিছুর আমার কাছে ভিডিও ফুটেজ রয়েছে পুলিশ আসামি ধাওয়া করতেছে এগুলোর ভিডিও ফুটেজ, পুলিশ হাতুড়ি উদ্ধার করেছে এগুলোর ভিডিও ফুটেজ, পুলিশ ঘটনাস্থলে এসে আমাকে উদ্ধার করেছে এগুলোর ভিডিও ফুটেজ সংরক্ষণ করা রয়েছে, এমতাবস্থায় আমার দায়ের করা এজাহার এর আসামিরা আমার বিরুদ্ধে থানায় মামলা করার পাঁয়তারা করছে এবং তাদের কাছে ইয়াবার অঢেল টাকা পয়সা রয়েছে তাই আমি একটু বিচলিত যদি কোনরকম থানায় আমলে নেয় তাহলে আমি আমার কাছে সংরক্ষিত সকল ভিডিও ফুটেজ সহ সমস্ত ডকুমেন্টস নিয়ে উচ্চ আদালতে মোকাবেলা করব ইনশাআল্লাহ।