মোঃ শরিফুল ইসলাম বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি (সা.অ.বা.সো)এর উদ্যোগে গাজীপুরের টঙ্গীতে নিজ কার্যালয়ে গত (২১ মার্চ) শুক্রবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইফতার মাহফিলে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা, সাংবাদিকদের পেশাগত ঝুঁকি, অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ, এবং রাষ্ট্রীয় ও সামাজিক আক্রোশের বিষয়ে আলোচনা করেন। বক্তারা আরো বলেন, সাংবাদিকেরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন। অথচ তাদের যথাযথ মূল্যায়ন করা হয় না। অনেকে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন প্রকার হুমকি, হয়রানি ও মামলার শিকার হন। এমনকি অনেক ক্ষেত্রে প্রাণহানিও হয়ে থাকে। এজন্য সাংবাদিকদের ঐক্যবদ্ধ
হয়ে স্বাধীনভাবে সাংবাদিকতার পক্ষে কাজ করার আহ্বান জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জ্বনাব মোঃ সুমন চৌধুরী সহ অন্যান্য বক্তারা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের কোষাধক্ষ্য জ্বনাব মোঃরাজু আহমেদ (তাইজুল), যুগ্ম সাধারণ সম্পাদক জ্বনাব মোঃ নয়ন মনির, সহ-সভাপতি জ্বনাব মোঃ মানিক হোসেন বিজয়, যুগ্ম সাধারণ সম্পাদক জ্বনাব মোঃ আশরাফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য, সাংবাদিকতার নীতি ও নৈতিকতা নিয়ে আলোচনা করেন বক্তারা। পরে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনা এবং বিধর্মীদের দ্বারা নির্যাতিত মুসলমানদের মুক্তি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ