হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলায় একাধিক মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী ইব্রাহীম মোল্লার হামলার শিকার সাংবাদিক ইয়ামিন।
জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত।
২ রা জুলাই বেলা আড়াইটার দিকে সাংবাদিক ইয়ামিন মোল্লার ঘরে প্রবেশ করে ইব্রাহিম ও তার দলবল দীর্ঘ সময় তান্ডব চালায়।
এক পর্যায়ে লোহার হাতুড়ি ও লাঠি সোটা দিয়ে ইয়ামিন ও তার স্ত্রী ওপর অতর্কিত হামলা চালায়।
সেখানেই ইব্রাহিম মোল্লা ও তার বাহিনী ক্ষান্ত হয়নি। ইয়ামিনের ব্যবসা প্রতিষ্ঠান গচ্ছিত নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন নিয়ে আসবাবপত্র ভাঙচুর করে।
এর আগেও কয়েকবার সাংবাদিক ইয়ামিন মোল্লার উপর আক্রমণের জন্য রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে চেষ্টা চালায়, স্থানীয়দের বাধার মুখে ব্যর্থ হয়।
এ সকল বিষয়ে হিজলা থানায় ইব্রাহিম মোল্লার বিরুদ্ধে একাধিক মামলা ও সাধারণ ডায়েরি রয়েছে।
উল্লেখ্য ইব্রাহিম মোল্লা তার জন্মদাতা পিতা কে একাধিকবার মারধর করেছিল। সে ব্যাপারে তার পিতা ইউসুফ আলী মোল্লা বাদী হয়ে হিজলা থানায় সাধারণ ডায়েরি করে।
ডায়েরি নাম্বার ২৭/২২ তারিখ পহেলা এপ্রিল ২০২২।
সন্ত্রাসী ইব্রাহীম মোল্লার মারধরের পর বাবা ইউসুফ আলী মোল্লা মানসিকভাবে ভেঙে পড়ে। এক পর্যায়ে তিনি না ফেরার দেশে চলে যান।
স্থানীয় গুয়াবাড়িয়া ইউপি সদস্য রফিকুল ইসলাম জানায় ইব্রাহিম মোল্লা ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে ।দাবি কৃত চাঁদার টাকা না দেয়ায়।
তার অফিস কার্যালয় তালা ঝুলিয়ে দেয়।
একপর্যা হিজলা থানা পুলিশ তালা ভেঙ্গে অফিস খুলে দেয়।
এক কথায় এলাকায় আতঙ্কের অপর নাম ইব্রাহিম।
হিজলা থানা অফিসার ইনচার্জ জুবাইর আহমেদ ঘটনা সত্যতা স্বীকার করে বলেন আজকের ঘটনায় ইব্রাহিমের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার কিছুক্ষণ পর ইব্রাহিমকে গ্রেফতার করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ