মৌলভীবাজার প্রতিনিধি।
'চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের টাকা ইউপি চেয়ারম্যানের পকেটে!' শিরোনামে সংবাদ প্রকাশের জেরে কালবেলার মৌলভীবাজার প্রতিনিধি ওমর ফারুক নাঈমকে মোবাইল ফোনে কল দিয়ে অসদাচারণ ও হুমকি প্রদান করা হয়েছে। এঘটনার তিনি মৌলভীবাজার মডেল থানায় সাধারণ ডায়রি দায়ের করেছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে মৌলভীবাজার মডেল থানায় তিনি জিডি দায়ের করেন।
জিডি সূত্রে জানা যায়, গত ০৯ জুলাই চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচি তথ্য জানতে ০৭নং চাঁদনীঘাট ইউপি বর্তমান চেয়ারম্যান আখতার উদ্দিনকে কল করে তথ্য নিয়ে দৈনিক কালবেলা পত্রিকায় একটি সংবাদ প্রকাশ করি। সংবাদ প্রকাশের পর চেয়ারম্যান আখতার উদ্দিন নাঈমের অনুমতি ছাড়া তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে নাঈমের নাম ও ব্যক্তিগত মোবাইল নাম্বার দিয়ে সংবাদ প্রকাশ নিয়ে একটি পোস্ট করেন। এরই ধারাবাহিকতায় সংবাদ প্রকাশের বিষয় নিয়ে গত ১০ জুলাই দুপুরে সাংবাদিক নাঈমের ব্যবহৃত মোবাইল নাম্বার 01706-624632 এ অজ্ঞাতনামা ব্যক্তির মোবাইল নাম্বার 01831-524641 ও 01620-772185 থেকে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও একা পাইলে দেখে নিবে বলিয়া হুমকি দেয়।
এ বিষয়ে ওমর ফারুক নাঈম বলেন, পেশাগত দায়িত্ব পালনের জন্য সুর্নিদিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে আমি নিউজটি করেছি। কিন্তু ওই ইউনিয়নের চেয়ারম্যান আমার অনুমতি ছাড়া আমার নাম ও মোবাইল নাম্বার তার ফেইসবুকে পোস্ট করেছেন। এটি একটি সাইবার অপরাধ। নিউজে উনার বক্তব্য আছে। চাইলে পত্রিকায় প্রতিবাদ দিতে পারতেন। কিন্তু আমার পেশাগত কাজে বাধা সৃষ্টি ও আমাকে লাঞ্চিত করার অধিকার তিনি রাখেন না। বর্তমানে অজ্ঞাতনাম ব্যক্তির হুমকির বিষয়ে আমি ও আমার পরিবার ক্ষতিসাধনের আশংকায় আছি।
মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান বলেন, বিষয়টি জানি। আমরা ব্যবস্থা নিচ্ছি। ওনি জিডি করেছেন এবং ওনার সাথে কথা হয়েছে। থানায় এটা নিয়ে কাজ করছে।
এব্যাপারে চেয়ারম্যান আখতার উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন আমার বিরুদ্ধে করা নিউজ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে । যা সাধারণ জনগনও অবগত আছেন আজ পরযন্ত আমি গরীবের একটি টাকা পকেটে তো দূরের কথা বন্টনে কম দেইনি। কোন অভিযোগকারীর নাম নাই নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন বলে নিউজে চালিয়ে দেওয়া হয়। এব্যাপারে আমি নিজে ও মামলার প্রস্তুতি নিচ্ছি একদল কুচক্রী মহল আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, তিনি তার এলাকার জনগনকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ