আবুল কাশেম আযাদ,স্টাফ রিপোর্টার :
সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ)এর অতিরিক্ত মহাসচিব, দৈনিক আমাদের নতুন সময় ও ডেইলী ইন্ডাস্ট্রি পত্রিকা’র সাংবাদিক এবং সফল সংগঠক মোঃ আল-আমিন শাওন (এলএল.বি) আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (বাংলাদেশ চ্যাপ্টার) ২০২৪-২০২৫ এর নতুন কমিটির অর্গানাইজিং সেক্রেটারী নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । এছাড়াও আন্তর্জাতিক সংগঠক এটিএম মমতাজুল করিম-প্রেসিডেন্ট এবং লায়ন সালেহ আহম্মদ-জেনারেল সেক্রেটারী নির্বাচিত হন। এ নতুন কমিটির অনুমোদন করেন, এ্যাড. ড. আদম শাফি খান, জেনারেল সেক্রেটারী, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, ইন্ডিয়া।