স্টাফ রিপোর্টার: নেত্রকোণা সংবাদদাতাঃ নেত্রকোণায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার শেরপুরের নকলার প্রতিনিধি শফিউজ্জামান রানা তথ্য চাওয়ায় মিথ্যা অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড দেয়ার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
সোমবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় প্রেসক্লাবের সামনের সড়কে সাংবাদিক সমাজের আয়োজনে নেত্রকোণা প্রেসক্লাবে সাবেক সহ—সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন হয়। মানববন্ধনে দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি নূরুল আলম কামাল এর সঞ্চালনায় বক্তব্য দেন, নেত্রকোণা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরটিভি’র প্রতিনিধি ও দৈনিক জননেত্র পত্রিকার সম্পাদক এম মুখলেছুর রহমান , বাংলার নেত্র পত্রিকার সম্পাদক ও সমকাল প্রতিনিধি খলিলুর রহমান শেখ, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি আলপনা বেগম, প্রথম আলো পত্রিকার প্রতিনিধি পল্লব চক্রবতী, একুশে টিভি’র প্রতিনিধি মনুরঞ্জন সরকার মনু, মাই টিভি’র প্রতিনিধি আনিছুর রহমান, চ্যানেল ২৪ এর প্রতিনিধি হানিফ উল্লাহ আকাশ প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন, বৈশাখি টিভি’র প্রতিনিধি সানাউল হক সানি, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি আব্দুর রহমান, এখন টিভি’র প্রতিনিধি রিফাত আহমেদ রাসেল, চ্যানেল—এস এর প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও ঢাকা পোষ্টের প্রতিনিধি মুন্না দেবনাথ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, শেরপুরের নকলার দৈনিক দেশ রূপান্তরের সাংবাদিক শফিউজ্জামান রানার অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই। ক্ষমতার অপব্যবহার করে প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গ করায় নকলা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন এর প্রত্যাহার সহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে শাস্তি নিশ্চিত করা। তথ্য কমিশনের তদন্ত কমিটি কে সাধুবাদ জানিয়ে তারা বলেন, নিরপেক্ষ তদন্ত করে সাংবাদিক রানা’র প্রতি সুবিচরের আহবান জানান।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ