স্টাফ রিপোর্টার:বিভিন্ন দুর্নীতি, অনিয়মসহ চাঁদাবাজি ও হুমকির অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের শিমরাইল পুলিশ ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টি আই) আবু নাঈম সিদ্দিকীর বিরুদ্ধে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) চাঁদাবাজি ও হুমকির ঘটনায় টিআই আবু নাঈম সিদ্দিকীর বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের আইজিপি ও অতিরিক্ত আইজিপি (অপরাধ-৩) বরাবর লিখিত অভিযোগ দেন সাংবাদিক আঁখিনুর চৌধুরী।
অভিযোগ সূত্রে জানা যায়, আবু নাঈম সিদ্দিকী নারায়ণগঞ্জের শিমরাইল-সাইনবোর্ড হাইওয়ে পুলিশের ইন্সেপেক্টর (টিআই) হিসেবে যোগদান করার পর থেকে অবৈধভাবে শিমরাইল (চিটাগাং রোড) সাইনবোর্ডের উত্তর ও দক্ষিন পাশে ঘর নির্মাণ করে গাড়ীর কাউন্টারসহ বিভিন্ন ধরনের দোকান ভাড়ার নামে মোটা অংকের চাঁদা আদায় করে আসছে। টিআই আবু নাঈমকে দিনের বেলায় সড়কে দেখা না গেলেও রাতের বেলা বিভিন্ন সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের সাথে নিয়ে সাইনবোর্ড ও চিটাগাং রোড এলাকায় অবৈধ ভাবে গড়ে ওঠা দোকান থেকে নিয়মিত চাঁদা আদায়সহ মহাসড়কে চলাচলকারী গাড়িগুলোকে আটকিয়ে মামলার ভয়-ভীতি দেখিয়ে মোটা অংকের অর্থ আদায় করছে প্রতিদিন। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর আবু নাঈম সিদ্দিকী শিমরাইল- সাইনবোর্ড এলকার মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতায় মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজি করে জনসাধারণকে অতিষ্ঠ করে তোলার ঘটনাও অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে সাংবাদিক আখীনুর আরও উল্লেখ করেন, আবু নাঈমের এসব অবৈধ কর্মকান্ডের প্রতিবাদ করে আসছে মসজিদে রাসুলুল্লাহ (সা:) জামে মসজিদের কর্তৃপক্ষ। মসজিদের কর্তৃপক্ষ তার বিরুদ্ধে প্রতিবাদ করায় বেশ কয়েকদিন যাবৎ উত্তর সাইনবোর্ড এ নির্মাণাধীন মসজিদে রাসুলুল্লাহ (সা:) জামে মসজিদের নির্মাণ কাজে বাধা প্রদান করে আসছে পাশাপাশি মসজিদে রাসুলুল্লাহ(সা:) জামে মসজিদ ভাঙ্গার হুমকি দিয়েছেন। গত সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত দেড়টার সময় মসজিদের ইমাম ও মোয়াজ্জিনের জন্য থাকার ঘর নির্মাণের জন্য ট্রাক মাটি ফেলে যাওয়ার পর টি আই নাঈম সিভিল পোশাকে ১০-১২ জন পরিবহন চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের নিয়ে মসজিদ ও মোয়াজ্জিনের থাকার ঘর ভেঙ্গে দেওয়ার চেষ্টা করে। এসময় প্রতিবাদ করলে বেশ কয়েকজন সংবাদকর্মীকে মিথ্যা মামলায় জড়ানো ও মুঠোফোনে বিভিন্নভাবে হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবু নাঈম সিদ্দিকীর মুঠোফোনে বার বার কল দেওয়া হলেও ফোন ধরেননি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ