এ কে আযাদ, স্টাফ রিপোর্টার:
চট্রগ্রামের সাতকানিয়ায় ভারত বাংলা উপমহাদেশের প্রখ্যাত সংঘমনিষা,ঢেমশার জন্মজাত আলোকিত সাংঘিক ব্যক্তিত্ব বিদর্শনাচার্য ভদন্ত বিশুদ্ধাচার মহাস্হবিরের ৩৫ তম মহাপ্রয়াণ দিবস ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঢেমশা শাক্যমুনি বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা বড়ুয়া পাড়ায় পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে সংগঠনের সম্পাদক বাবু বিজয় বড়ুয়ার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশী বৌদ্ধদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাস্হবির মহোদয়।
প্রধান অতিথি ভদন্ত রত্নপ্রিয় মহাস্হবির,প্রধান জ্ঞাতী বুদ্ধানন্দ মহাস্হবির,উদ্ধোধক ঢেমশা শাক্যমুনি বিহারের অধ্যক্ষ শীলানন্দ মহাস্হবির,প্রধান স্বর্দ্ধমদেশক ভদন্ত সত্যপাল মহাস্হবির সহ অনেক প্রাজ্ঞ পন্ডিত পূজনীয় ভিক্ষুসংঘ উপস্হিত ছিলেন।এছাড়াও আরো বক্তব্য প্রদান করেন পল্লী মঙ্গল সমিতির সভাপতি বাবু অভয় বড়ুয়া,রাজনীতিবিদ সুগতপ্রিয় বড়ুয়া,সাবেক ইউ পি চেয়ারম্যান মলিন কান্তি বড়ুয়া,দিবাকর বড়ুয়া,শিক্ষক শশীভূষন বড়ুয়া।
প্রধান আলোচক একুশে পদকপ্রাপ্ত,বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শিক্ষাবিদ প্রফেসর ডঃ সুকোমল বড়ুয়া,শিক্ষাবিদ প্রফেসর ডঃ অর্থদর্শী বড়ুয়া,ট্রাস্টি বাবু রুবেল বড়ুয়া,ডাঃ উজ্জ্বল বড়ুয়া ও প্রফেসর এহসান মৌলা প্রমুখ।সভায় বক্তারা প্রয়াত ভদন্ত বিশুদ্ধাচার মহাস্হবিরের জীবনী ও আদর্শ নিয়ে আলোচনা করেন।উনার আদর্শ প্রতিপালন করে দেশ,সমাজ ও জাতির উন্নয়নে অবদান তুলে ধরেন।সভায় পঞ্চশীল প্রার্থনা করেন যুগ্ম সম্পাদক বাবু উদয়ন বড়ুয়া মহোদয়।