আবুল কাশেম আযাদ,স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের সাতকানিয়া কেঁওচিয়া ৯নং ওয়ার্ড মাদারবাড়ী এলাকায় নিজ জমির ঘাস কাটতে বাধা দেওয়ায় সাবেক ইউপি সদস্য আব্দুল মন্নানকে দল বেধে হামলা করতে এসে জনতা চার যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। এসময় আটক এক যুবকের কাছ থেকে দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতরা হলেন ৮নং ঢেমশা ইউনিয়ন ৪নং ওয়ার্ড আলমগির পাড়ার হারুন সওদাগরের ছেলে সামিউল হাসান সানজিদ (২৫), হারুনুর রশিদের (মাটি হারুন) ছেলে ফয়সাল উদ্দিন(২৫), ৫নং ওয়ার্ড মাইজপাড়ার মোরশেদুল আলমের ছেলে জাসেদ বিন সালেহ(২৫), হেলাল উদ্দিনের ছেলে শাহাদাত হোসেন মিশু(২৩)।
সাবেক ইউপি সদস্য আব্দুল মন্নান বলেন,আমার গরুর খামারের কিছু দূরে গরুর জন্য এক একর জমিতে ঘাসের চাষ করি। কিছুদিন ধরে কে বা কারা জমির চাষকৃত ঘাসগুলো কেটে নিয়ে যাচ্ছে। বিষয়টা লক্ষ করে স্হানীয় দোকানদারদের দেখতে বলি। সকাল সাড়ে ১১টার সময় খবর পেয়ে ঘটানাস্হলে গিয়ে দেখি কয়েকজন যুবক আমার জমি থেকে ঘাস কাটছে। ঘাস কাটতে বাধা দিলে তর্কাতর্কির এক পর্যায়ে ফয়সাল কে চড় দিলে সে অন্যদের খবর দিয়ে দল বেধে এসে আমার উপর হামলা করেতে আসে।স্হানীয় জনতা ধাওয়া করলে পালিয়ে যাওয়ার সময় অস্ত্রসহ চার যুবক আটক হয়।জনতা অস্ত্রসহ চার যুবককে পুলিশে সোপর্দ করে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ