এ কে আযাদ,স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের সাতকানিয়ায় জায়গা জমির বিরোধে হামলায় বসতঘর ভাংচুর ও নারীসহ পাঁচজনকে আহত করা হয়েছে। সাতকানিয়া পৌরসভার ২নং ওয়ার্ড মিয়াজি বাড়ির ছৈয়দ পাড়া এলাকায় জায়গা জমির বিরোধ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওসমানের উপর হামলা ও তার বসতঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এঘটনায় ভুক্তভোগী পরিবার সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান।
উক্ত ঘটনায় ওসমান গনি,সৈয়দ হামিদ ও নাসরিন আক্তারসহ ৫জন আহত হয়।
রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ সূত্রে জানা যায়।
এব্যাপারে ওসমান বাদী হয়ে কায়সার, রাশেদ,মোহাম্মদ আলী,আব্দুল্লাহ, সোলাইমান বাদশা, রশিদা খাতুন ও রিদুয়ানেরর নাম উল্লেখ করে অজ্ঞাত ৫/৬জনকে বিবাদি করে সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আজ সকাল ১১টার দিকে বিবাদীরা জোর পূর্বক ওসমানের জায়গা দখলের চেষ্টা চালায়। এ সময় বিবাদীদেরকে নিষেধ করলে বিবাদীরা ওসমানের সাথে কথা কাটাকাটিসহ ঝগড়ায় লিপ্ত হয়।তখন বিবাদীরা বাদীসহ বাদীর পরিবারের সদস্যদেরকে মারধর শুরু করে। এক পর্যায়ে ওসমানের স্ত্রী ও ছেলে এগিয়ে আসলে তাদেরকেও মারধর করা হয়। এসময় বিবাদীর বাড়ির টিনের দরজা,বাড়ির আসবাবপত্র, পানির পাইপ ভাংচুর করে এবং রোপনকৃত গাছ কেটে ফেলে অভিযোগে উল্লেখ করা হয়।
এব্যাপারে অভিযুক্ত রাশেদ ও কায়সারের কাছে জানতে চাইলে তারা বলেন,তাদেরকে মারধর করা হয়েছে এবং তাদের দাদী ও মা আহত হয়েছে। তারাও এব্যাপারে সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করবেন বলে প্রতিবেদককে জানান।
এব্যাপারে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগের আলোকে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।