স্টাফ রিপোর্টার,আবুল কালাম আজাদ:
চট্টগ্রামের সাতকানিয়ায় দলীয় কোন্দলে পূর্ব শত্রুতার জেরে মুখোশধারী সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত যুবলীগকর্মী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
সোমবার (২৪ নভেম্বর) আহত যুবলীগ কর্মি দেলোয়ার হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
উপজেলা যুবলীগ নেতা সাইফুল ইসলামের অনুসারী একাধিক মামলার আসামি যুবলীগকর্মী দেলোয়ার হোসেন দক্ষিণ চরতির আলীচাঁন পাড়ার মৃত আহমদ মিয়ার ছেলে।
এলাকাবাসী জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নিজ দলের লোকজনের সাথে দেলোয়ারের কোন্দল চলে আসছিল। গত ১৮ নভেম্বর সন্ধ্যায় চরতি ইউনিয়নের কাটাখালী ব্রিজ এলাকা থেকে একদল মুখোশধারী তাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে কুপিয়ে আহত করে আমিলাইষ এলাকায় ফেলে যায়।
দেলোয়ারের স্ত্রী ইয়াছমিন আকতার জানান, ঘটনার দিন সন্ধ্যায় কাটাখালী ব্রিজ এলাকায় ইউপি সদস্য ও যুবলীগ নেতা সাইফুল ইসলামের অফিসের সামনে বসে গল্প করছিলেন দেলোয়ার। এ সময় ৫-৬ জন মুখোশধারী এসে জোরপূর্বক তাকে সিএনজি চালিত অটোরিকশায় তুলে আমিলাইষের দিকে নিয়ে যায়। পরে মাথা, ঘাড়, হাত, পাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর রক্তাক্ত জখম করে আমিলাইষের মাঝের মসজিদ এলাকায় আলম মেম্বারের বাড়ির পাশে ফেলে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, মুখোশধারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত দেলোয়ার হোসেন চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি জানান, নিহত দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় কয়েকটি মামলা রয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ