নূরুল কবির, বিশেষ প্রতিনিধি চট্রগ্ৰাম।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইস সরোয়ার বাজার সংলগ্ন এলাকায় মহিউদ্দিন নামে এক পিকাপ চালক যুবককে পিটিয়ে হত্যা করেছে দু র্বৃ ত্ত রা। নি হ ত যুবক উপজেলার ছদাহা ১নং ওয়ার্ডের সরদার পাড়া লম্বা কালুর বাড়ি আলি আহামদের ছেলে। পেশায় যাত্রী পিকাপ চালক। বিয়ে করেছেন ১৭দিন আগে।
গত রাত দশটার দিকে খবর পেয়ে পরিবারের লোকজন পুলিশের সহায়তায় পরিত্যক্ত অবস্থায় নি হ ত মহি উদ্দিনের লা শ উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে তার গাড়ি ভাড়ায় নিয়ে পি টি য়ে হ ত্যা করা হয়।