এ কে আযাদ,স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের সাতকানিয়ায় নকল,ভেজাল,আনরেজিষ্ট্রার্ড ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিপনন এবং এন্টিবায়োটিক অপ-প্রয়োগে জনসচেতনতামূলক অনুষ্ঠান ও মিলনমেলা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৮টায় কেরানীহাট কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির উদ্যোগে কেরানীহাট সংলগ্ন সাতকানিয়া রিসোর্ট কমিউনিটি কমপ্লেক্সে কেরানীহাট কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি হাজী আবুল বশরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চট্টগ্রাম বিভাগীয় ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সুলতানুল আরেফিন।
তিনি বলেন,ডিএআর নাম্বার দেখলে বুঝা যায় নকল ও ভেজাল ঔষধ।আমাদের এন্টিবায়োটিক ব্যবহারে ক্ষেত্রে রোগিদের ডোজ সম্পূর্ণ করার উপদেশ দিতে হবে। আগামী ২০/৩০ বছরে কোন এন্টিবায়োটিক আসবেনা। তাই পুরনো এন্টিবায়োটিকগুলো দিয়ে চলতে হবে।এন্টিবায়োটিক ব্যবহারের সময় আমরা যদি প্রতিদিন পাঁচ জনকে সচেতন করি তাহলে মাসে দেড়শ জন সচেতন হবে।এব্যাপারে সবাই কে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক আবু তাহেরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা বিসিডিএস সভাপতি আবু বক্কর, সহ-সভাপতি রেজাউল করিম, ঔষধ বিপনন কর্মকর্তা ইব্রাহিম খলিল, হারিসুল হক, চিত্তরঞ্জন, লোকমান হাকিম, জাহিদুল হক,ইসমাঈল হোসেন, জাহাঙ্গীর আলম,আবদুল মোমেন আযাদ, কেরানহাট এরিয়া ম্যানেজার ফোরামের সভাপতি সরওয়ার কামাল,সহ-সভাপতি হুমায়ুন কবির,কেরানীহাট ফারিয়ার উপদেষ্টা বিজয় বড়ুয়া,সভাপতি আবু সুফিয়ান তারেক প্রমুখ।