নুরুল কবির বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম:
সাতকানিয়ায় ছদাহায় খাল থেকে উত্তোলিত বালু পরিবহনে বাধা দেয়ার ঘটনায় বালু ব্যবসায়ী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়। গতকাল সোমবার বিকালে উপজেলার ছদাহা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বহনা মুড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার অফিসার ইনচার্জ ওসি মোস্তফা কামাল খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিক্ষুব্ধ এলাকাবাসী বালু ব্যবসায়ীদের দুইটি মোটর সাইকেল ভাংচুর করে পরে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।
আহতদের মধ্যে রিদুয়ান নামের একজনের অবস্থা আশংকাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান, বহিরাগত মালেক, ভুট্টো ও রবিসহ আরো বেশ কয়েকজন মিলে উখিয়ার ছড়া থেকে বালু তুলে তা প্রতিদিন ট্রাক, মিনি ট্রাকে করে অন্যত্রে নিয়ে যাচ্ছিলো। এতে করে এলাকাবাসীর চলাচলের একমাত্র রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় এলাকাবাসী বালু পরিবহনে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের আহতরা হলেন- বহনা মুড়া গ্রামের মোহাম্মদ সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ শহীদ ২৩ নুরুন্নবীর ছেলে রিদয়ান২৫ আবুল হাসেমের ছেলে সাইফুদ্দিন ৩৫ ও ছালেহ আহমদের ছেলে নুরুন্নবী ৪৫ অন্য দুইজনের নাম পাওয়া যায়নি।
মাওলানা ছগির শাহ (র.) পাড়ার স্থানীয় যুবকদের মধ্যে আব্দুর রহমান, সা’দ বিন নোমান, ওয়াহিদুর রহমান, শরফুদ্দিন, মুরাদুর রহমান, মো. রাসেল, নাঈম শাহ যথাক্রমে বলেন, ‘গত শনিবার আমরা মিয়া বাড়ির সামনে হাঙ্গর খালের ব্রিজের উপর বালুর ট্রাক জব্দ করেছিলাম। তারা স্থানীয় বিএনপি ও জামায়াত নেতার অনুসারী দাবি করছিলেন। তাৎক্ষণিক আমরা তাদের নেতাদের সাথে কথা বলিয়ে দিতে বললে তারা অপারগতা প্রকাশ করেন। দেশের বড় দুইটি রাজনৈতিক দলের পরিচয় দিয়ে দিনে দুপুরে তারা অবৈধ বালুর ব্যবসা করে যাচ্ছে। মূলত তারা কোনো মূলধারার রাজনীতির সাথে যুক্ত নয়। তাই এসব আমরা কখনও মেনে নিতে পারি না। তাছাড়া বালু পরিবহনের ফলে আমাদের মূল সড়কে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তাঁরা আরও বলেন, আমরা সাতকানিয়া থানা পুলিশ ও ভূমি অফিসকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। একবার এসে নামমাত্র অভিযান করলেও, অভিযানের পর আবার একই কার্যক্রম চলমান। এর পেছনে পুলিশ ও ভূমি অফিসের কিছু দালাল রয়েছে। তারা বড় অংকের আর্থিক লেনদেন করে প্রশাসনকে ম্যানেজ করে রাখছে। যার প্রতিদান হিসেবে ৬ জন আহত হয়েছে। আমরা এসব বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ চাই।
সাতকানিয়া থানার ওসি মোস্তফা কামাল খান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়েছিল। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ