নুরুল কবির বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম: দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাটে বল আনতে রাস্তা পারাপারের সময় বাসের চাকায় মাথা থেতলে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।আজ ২ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার বিকাল ৪ টা ১৫ মিনিটে কেরানিহাট - বান্দরবান সড়কের মা শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইসনান আলম (১৩)। সে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ইনানী এলাকার বাহাদুর আলমের প্রথম পুত্র।নিহতের দুলাভাই মোহাম্মদ সাইমন, সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজাদুল ইসলাম এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সাথে আলাপ করে জানা যায়, নিহত ইসনান কক্সবাজারের একটি মাদরাসায় পড়ত। মাস খানেক আগে সে কেরানিহাটে তার বড় বোনের স্বামী সাইমনের কাছে বেড়াতে আসে। দোকানে সময় দিয়ে গ্লাস ফিটিংসের কাজ শিখছিল। নতুন সেশনে এদিকের কোনো একটি মাদরাসায় ভর্তি হওয়ার পরিকল্পনা ছিল।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন মা শিশু হাসপাতালের অপর প্রান্তে কিছু শিশু / তরুণ বিকালে বল খেলে। আজও বল খেলার এক ফাঁকে বলটি কেরানিহাট - বান্দরবান সড়কের অপর প্রান্তে মা - শিশু হাসপাতালের কাছে চলে যায়।ইসনান সেই বলটি কুড়িয়ে আনতে রাস্তা পার হবার সময় কেরানিহাট হতে বাজালিয়াগামী একটি সিএঞ্জি টেক্সির সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে গেলে বান্দরবান হতে কেরানিহাটগামী পূর্বানী বাসের (চট্ট মেট্রো ব ১১- ০১৫১) চাকায় পিষ্ঠ হয়ে ইসনানের মাথা থেতলে গিয়ে মগজ বের হয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।ইসনানের দুলাভাই কেরানিহাটের ব্যবসায়ী, লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের আমতলি দানেশ পাড়ার মোহাম্মদ সাইমন জানান, নিহত ইসনানের একমাত্র ছোট ভাইটি এখনও কোলের শিশু। তিন বোনের মধ্যে কেবল বড় বোনের বিয়ে হয়েছে। তার পিতা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ