এ কে আযাদ,স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে এবং তৃণমূল পর্যায়ে দলকে আরো সুসংগঠিত করতে এবং শ্রমিক নেতা আবু বক্কর আবু কে জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বিকাল ৩টায় উপজেলার সাতকানিয়া রাস্তার মাথা সিএনজি স্টেশন মাঠে উপজেলা বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সিনিয়র সদস্য জামাল হোসেন এর দিক নির্দেশনায় এই আলোচলা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য ফজল কবির মেম্বার, আনোয়ার হোসেন, সাতকানিয়া পৌরসভা যুবদলের আহবায়ক এস এম জাহেদ, নুরুল কবির, জমির হোসেন,সোহাগ, তারেক, মাহমুদুল হাসান বাদশা, আবদুল মজিদ,মেঃ হারুন,আবুল ফয়েজ,সোহেল, কাইসার উদ্দিন,নাছির,শহিদ,ওসমান, জয়নাল আবেদীন জনু, আবদু রহিম,পারভেজ, জাহাঙ্গীর, দেলোয়ার, মোস্তাক আহমেদ প্রমূখ।
আলোচনা সভায় বক্তরা বলেন, ঘোষিত ৩১দফা জনগণের দৌড় গোড়ায় পৌঁছাতে হবে। আগামীতে দেশের সাধারণ আমজনতার ভোটের মাধ্যমে বিএনপির নেতৃত্বে জনগণের সরকার গঠন করবে, তিনি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাড়াঁনোর আহবান জানান। বিএনপিতে কোনো মাদক গডফাদারের জায়গা হবে না। যেসব দুষ্কৃতকারী ও মাদক কারবারিরা রাজনৈতিক দলকে আত্মা রক্ষার ঢাল হিসাবে ব্যবহার করতে চায়, তাদের প্রতিহত করতে হবে।