আবুল কাশেম আযাদ,স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের সাতকানিয়ায় যুবককে হত্যা মামলার আসামি টোকাই সাকিব গ্রেফতার। ৮ই জুলাই (সোমবার) সাতকানিয়ার উপজেলার ছদাহা ইউনিয়নের ছোট ঢেমশা থেকে হত্যামামলায় সাকিব নামে আসামিকে সাতকানিয়া থানা পুলিশ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামি ছদাহা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ছোট ঢেমশা এলাকার নুরুল আবছারের ছেলে মো: সাকিব(২৪) প্রকাশ টোকাই সাকিব। গত ২৮শে মে প্রকাশ্যে দিবালোকে উপজেলার ছদাহার মিঠার দোকান এলাকায় এক চায়ের দোকানে ১৭টাকার জেরে মাহমুদুল হক নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়। নিহত পরিবার আদালতের মাধ্যমে দায়েরকৃত হত্যা মামলায় ৫নং আসামি সাকিবকে সাতকানিয়া থানা পুলিশের অফিসার ইনসার্চ (ওসি) প্রিটন সরকারের নেতৃত্বে এস আই মামুন,এসআই উৎফল, এস আই আলাউদ্দিন, এএসআই মোবার হোসেন,এএসআই সাদ্দাম হোসেন,এএসআই রেজাউল করিমসহ একটি চৌকস্ টীম রাতভর অভিযান পরিচালনা করে গ্রেফতার করেন। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার বলেন, আসামি পুলিশ হেফাজতে আছেন,আগামীকাল যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে।