নুরুল কবির বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম ।
১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সাতকানিয়া মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন ফেডারেশনের দক্ষিণ জেলার সভাপতি নূর হোসাইন এসময় কমিটির সদস্যবৃন্দ ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্যকালে নূর হোসাইন বলেন, আজ পহেলা মে সারা দেশে ও আন্তর্জাতিকভাবে শ্রমিক দিবস পালিত হচ্ছে। সাতকানিয়া বাসীও শ্রমিকজনতাকে মে দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। ১৮৮৬ সালে আজকের এই দিনে শ্রমিকরা তাদের অধিকার আদায়ের আন্দোলনে জীবন দিয়েছে। সেদিনের সেই আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে পহেলা মে শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। কিন্তু সেই ট্রাজেডির শত বছর পার হয়ে গেলেও শ্রমিরা আজও অধিকারহারা। শ্রমিকরা বঞ্চিত। শ্রমিকরা নিপীড়িত। আজকের মে দিবসের এই সমাবেশে আমরা পুনরায় ঘোষণা করছি, শ্রমিকরা যেখানেই নির্যাতিত হবে, সেখানেই শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের পাশে দাঁড়িয়ে অন্যায়কে রুখে দেবে।
তিনি আরও বলেন, আজকে পরিবহন শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, দোকান-কর্মচারী শ্রমিকসহ সর্বক্ষেত্রে শ্রমিকরা অধিকারহারা। সর্বত্র শ্রমিকদের বঞ্চিত করা হচ্ছে। মে দিবসের এই দিনে আমরা দাবি জানাচ্ছি, আমরা শ্রমিকদের অধিকার ফিরে পেতে চাই। আমরা শ্রমিজনতার কাছে আহ্বান জানাই, আসুন, ঐক্যবদ্ধ হয়ে মে দিবসের চেতনাকে কাজে লাগিয়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করি।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের অধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। তাদেরকে আদর্শিকভাবে গড়ে তোলার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। বৈষম্যমুক্ত সমাজ ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করে যাচ্ছে। অতএব, আসুন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই মহতি কাজে সকল শ্রমিক-মেহনতি মানুষেরা ঐক্যবদ্ধ হই।
মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার সভা দক্ষিণ জেলা সভাপতি শ্রমিক নেতা নূর হোসাইন তানিয়া সাতকানিয়া উপজেলা সভাপতি ডাঃ মোহাম্মদ ইউনুস সাঙ্গু থানা সভাপতি ফোরকান আজাদ সাতকানিয়া উপজেলা সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম ঢেমশা ইউনিয়ন সভাপতি আলহাজ নুরুল আলম কোম্পানি সহ বিভিন্ন ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ।