মোহাম্মদ ছিদ্দিক
সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি।
বন্দরনগরী চট্টগ্রামের দক্ষিণ জেলা সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের (৯) নাম্বার ওয়ার্ড গুরগুরি পশ্চিম পাড়া দুই সন্তানের জননী আত্মহত্যা করেছে।
২৯/০৬/২০২৪ ইং রোজ শনিবার আত্মহত্যা করা সেই নারীর নাম মোরশেদা কানম মুন্নি মোরশেদা খানম মুন্নি ও মৃত্যু সোনা মিয়ার ছেলে সৌদি প্রবাসী স্বামী নুরুন্নবীর সংসারে দুই (২) টি সন্তান রয়েছে একটি ছেলে সন্তান একটি মেয়ে সন্তান ২৯ তারিখ শনিবার
সকল ৯ টার দিকে কাঞ্চনা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ড গুরগুরি পশ্চিম পাড়া মৃত্যু সোনা মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় শনিবার সকালে পরকীয়া প্রেমিকের ব্ল্যাকমেইলের শিকার হলে গলায় নিজের শাড়ি পেছিয়ে ঐ গৃহবধুর শয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মোরশেদা খান মুন্নি (২৫)।
সাতকানিয়া থানা পুলিশ ঐদিন শনিবার বিকালে গঠনাস্থল পরিদর্শন করে আত্মহত্যা কারীর হেফাজতে থাকা হাতের লেখা কিছু ডায়েরি উদ্ধার করেছে,।
মৃত্যু মোরশেদা খান মুন্নির মা আয়শা সুলতানা আবেগ এবং কান্না জড়িত কন্ঠে বলেন বিগত কিছুদিন পূর্বে আমার মেয়েকে রহিম নামের একটি ছেলে কিছু আপত্তিকর ছবি নিয়ে ব্ল্যাকমেলিং করছে আসছে সেই কথা যখন আমার মেয়ে আমাকে বলে
পরে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। আমার মেয়ের সাথে পরে কি হয়েছে আমি আর কিছু জানিনা এবং আমার মেয়ে ও আমাদের কে কিছু বলেনি।
রহিমের ব্ল্যাকমেলের কারনে এবং নিরুপায় হইয়া আমার মেয়ে আত্মহত্যা করেছে বলে আমরা ধারনা করছি তিনি আরো বলেন আমার মেয়ের শ্বশুর বাড়ির লোকজন স্বামী ভালো স্বভাবের ঐতিহ্যবাহী পরিবার।
ব্ল্যাকমেলিং এর সাথে জড়িত রহিমের সম্পর্কে জানতে চাইনি আয়েশা বিস্তারিত কোন তথ্য দিতেও অস্বীকৃতি জানান।
একই এলাকার ইউপি সদস্য আবদুল মান্নান বলেন গলায় শাড়ি পেছিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যার বিষয়টি
গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
গটনাস্থল পরিদর্শক কারী সাতকানিয়া থানার উপ পরিদর্শক মাজহারুল হাতের লেখা ডায়েরীতে কি লেখা রয়েছে তা জানতে চাইলে সিনিয়র অফিসারের নির্দেশ ছাড়া কিছু জানাতে পারবেননা।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকারের সাথে মোঠ ফোনে ✆
যোগাযোগ করা হলে ব্যস্ততা দেখিয়ে তিনি পরে কথা বলবেন বলে এড়িয়ে যান।