নুরুল কবির, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালনা করা হয়েছে। এসময় কৃষি জমি থেকে কাটা টপসয়েল পরিবহনের সময় কেরানিহাট বান্দরবান সড়কে একটি ডাম্প ট্রাক আটক করা হয়। ট্রাকটির রেজিস্ট্রেশন না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় চালক আমিনুল হক বাপ্পি (৩১), পিতা- আব্দুল খালেক, ৪ নং ওয়ার্ড, বাজালিয়া, সাতকানিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে ছদাহা ইউনিয়নের ঠাকুরদিঘী এলাকায় অবস্থিত ফজল করিম ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের লাইসেন্স ব্যতীত এলপিজি বিক্রয়ের অপরাধে ম্যানেজার আকাশ কুমার পাল (৩৬), পিতা- রঞ্জিত কুমার পাল, ঠাকুরদিঘী, ছদাহা ইউনিয়ন, সাতকানিয়াকে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর সাতকানিয়া পৌরসভার চরপাড়ায় অবস্থিত সাতকানিয়া এলপিজি স্টেশনে অভিযান পরিচালনা করলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের লাইসেন্স ব্যতীত এলপিজি বিক্রয়ের অপরাধে ম্যানেজার অরুন দাশ (২২), পিতা- শ্যাম দাশ, ৭ নং ওয়ার্ড, নোয়াপাড়া, বাঁশখালীকে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট তিনটি মামলায় তিন জন আসামিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সাতকানিয়া, চট্টগ্রাম আরাফাত সিদ্দিকী। মোবাইল কোর্টে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ। জনস্বার্থে উপজেলা প্রশাসন, সাতকানিয়া, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে।