এ কে আযাদ, স্টাফ রিপোর্টার: সাতকানিয়া উপজেলা,পৌরসভা, উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট বিএনপি’র উদ্যোগে ১৬ ডিসেম্বর বিজয় র্যালীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) উপজেলার কেরানীহাট দলীয় কার্যালয়ে সাতকানিয়া পৌরসভা বিএনপি সাবেক সভাপতি হাজী রফিকুল আলমের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান চেয়ারম্যান।
তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। বিএনপি গণমানুষের দল।
সাতকানিয়া উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ ইলিয়াছের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উত্তর সাতকানিয়া বিএনপি নেতা আবুল হোসেন,পৌরসভা বিএনপি নেতা এরশাদুল হক চৌধুরী তসলিমা, জেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ শফি,উপজেলা যুবদল সাবেক সভাপতি ফরিদুল আলম,জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক আবদুস সবুর,জেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আব্দুস সবুর,জেলা যুবদলের মোহাম্মদ জাকারিয়া ,সোলেমান বাবুল,নিয়াজুর রহমান,উত্তর সাতকানিয়া যুবদলের আহবায়ক ইফতেখার চৌধুরী রাজিব,পৌরসভা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান,জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রাশেদ উদ্দিন, উপজেলা যুবদলের আবুল কাশেম আযাদ,সরওয়ার কামাল, ফোরকান,দেলোয়ার,কাইছার,রুবেল, নুরুচ্ছফা,হুমায়ুন কবির,ছাত্রদলের রাশেদ,সাগর,ফরহাদ প্রমুখ।