মোহাম্মদ ছিদ্দিক সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি। দক্ষিণ চট্টগ্রামে ঐতিহাসিক সাতকানিয়া উপজেলা এওচিয়া ইউনিয়ন পরিষদের অবহেলিত পশ্চিম গাঁঠিয়া ডেংগা রাস্তা ঘাটের বেহাল দশা জন দরদী মানবিক জনপ্রিয় জনপ্রতিনিধিরা দেখলেও না-দেখার বান ধরে আছে যা পশ্চিম গাঁঠিয়া ডেংগা বাসীর সাথে তামাশা ছাড়া আর কিছু দেখছে না বলে জানিয়েছেন এলাকাবাসী। পশ্চিম গাঁঠিয়া ডেংগা ঘা ঘেঁসে ছুটে চলছে ডলু নদী ২০২৩ সালের ভয়াবহ বন্যায় লন্ড ভন্ড হয়ে যাওয়া প্রতিটি রাস্তা যা গাড়ি নিয়ে চলাফেরা করবে তো দূরের কথা স্বাচ্ছন্দ ভাবে মানুষ চলাচল করতে ভয় পাচ্ছে কখন যেন কি হয়ে যায়। ২০২৩ সালের ভয়াবহ বন্যায় ভেংগে যাওয়া কিছু রাস্তা মেরামত করার নামে কি তামাশা হয়েছে তা এলাকাবাসী দেখছে এবং বাকি রাস্তা গুলো ২০২৩ সালের বন্যার পরে তেমনি পড়ে আজও। কেউ কিছু বললেই শুধু শান্তির বানী শুনিয়ে যায় জন দরদী মানবিক জনপ্রিয় জনপ্রতিনিধিরা টেন্ডার হয়েছে কাজ হবে এমন কথা শুধু শুনা যাচ্ছে তবে কাজ কখন শুরু হবে তার কোনো সঠিক জবাব এখনো পাইনি এলাকাবাসী। অনেক এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পারি বাংলাদেশ ১৯৭১ সালের পর আজ ২০২৪ সালের আজ পর্যন্ত এওচিয়া ইউনিয়ন পরিষদের পশ্চিম গাঁঠিয়া ডেংগা এই গ্রাম অবহেলিত নাম মাত্র উন্নয়ন করে চলে গেছে সমস্ত জনপ্রতিনিধিরা দৃশ্যমান কোনো কাজ তারা কেউ করেনি কেন কাজ করেনি এমন প্রশ্ন করলে এলাকাবাসী জানায় নামধারী জনপ্রতিনিধি হয়ে আসছে আমাদের মাঝে কিন্তু দৃশ্যমান উন্নয়ন কেউ দেখাতে পারেনি এবং তাদের ভূমিকার রহস্যের গন্ধ পাওয়া গিয়েছে এবং পাওয়া যাচ্ছে যা অবহেলিত পশ্চিম গাঁঠিয়া ডেংগা বাসীর জন্যে বিশেষ এক দুঃসংবাদ এবং মেম্বার চেয়ারম্যানের নামে কলংকিত ব্যক্তিরা যেন পূনরায় এই এলাকায় আসতে না পারে সেই সিদ্ধান্ত ও ঠিক করতে দেখা যাচ্ছে অনেক কে। এওচিয়া ইউনিয়ন পরিষদের অবহেলিত পশ্চিম গাঁঠিয়া ডেংগা নামক গ্রামে এওচিয়া ইউনিয়নের তিনটি ওয়ার্ড রয়েছে ৭ -৮-৯ তিনটি ওয়ার্ডের মানুষ বর্ষা মৌসুমে কেমন জীবন যাপন অতিবাহিত করে সরে জমিনে না গেলে বুঝতে খুব কষ্ট হবে তবে ঠিকই বুঝতে পারে সেই তিনটি ওয়ার্ডের সংগ্রামী মানুষগুলো। দিন বদলের স্লোগান দিয়ে নতুন দিগন্তের সুচনা করবেে বলে যারা নির্বাচন আসলে রবি ঠাকুরের শান্তি আর উন্নয়নের বানী শুনিয়ে যারা ফায়দা লুটিয়ে নিয়েছেন তাদের লজ্জা হওয়া উচিত বলে মনে করছে অনেকে এলাকাবাসী এ-ও বলতে শুনা গিয়েছে বর্তমানে যারা সেবক এর নাম দিয়ে দানবের ভুমিকা নিয়ে তাদের মাথার উপর বসে আছে অতিদ্রুত মাথার উপর থেকে সরে যাওয়ার জন্য ও বিশেষ অনুরোধ জানিয়েছেন। কোথায় অবস্থিত পশ্চিম গাঁঠিয়া ডেংগা এবং পশ্চিম গাঁঠিয়া ডেংগা গ্রামের সাথে কোন কোন গ্রামের সাথে জয়েন্ট হয়েছে তা একটু বিস্তারিত জানিয়ে রাখা ভালো সাতকানিয়া পশ্চিম ডলুর ব্রিজ থেকে ডলু নদীর পাড় ঘেঁসে উওরে সোজা গোলার ঘাট বাজার ঘোলার বাজার থেকে ৭/৮/৯ ওয়ার্ড হইয়া আমিলাইশ ইউনিয়ন পূর্বে ইছামতী আলিনগর পশ্চিমে কাঞ্চনা ইউনিয়ন হাজার হাজার মানুষের চলাচলের রাস্তা ঘাটের ভয়াবহ এমন পরিস্থিতি হলে জন প্রতিনিধিদের কাজ কি তাও জানতে চান এলাকাবাসী । আসুন কি কি শিক্ষা প্রতিষ্ঠান আছে অবহেলিত পশ্চিম গাঁঠিয়া ডেংগা গ্রামে তা জেনে নেওয়া যাক পশ্চিম গাঁঠিয়া ডেংগা উচ্চ বিদ্যালয়, পশ্চিম গাঁঠিয়া ডেংগা ইসলামিয়া দাখিল মাদ্রাসা সহ তিনটি প্রাইমারি স্কুল তিনটি নূরানী মাদ্রাসা এই শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে ছাত্র-ছাত্রী কি ভাবে যাতায়াত করে তা কি কারো কাছে খবর আছে এবং রাখে তা নিয়ে প্রশ্ন করতে দেখা যায় অনেকে। সকল নাগরিক তার অধিকার থেকে যেন বঞ্চিত না হয় সেদিকে সকল জনদরদী মানবিক জনপ্রিয় জনপ্রতিনিধিদের নির্বাচনের পূর্বে জনগণ কে দেওয়া কমেন্ট মেন্ট যেন রক্ষা করে তার দিকে বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য ও বিশেষ ভাবে আহ্বান জানানো হয়েছে এবং সকলের শুভবুদ্ধির উদয় হোক লাঞ্চিত বঞ্চিত নিপীড়িত মানুষের যার যার অধিকার নিজ নিজ দায়িত্বে বুঝে নিতে ভুল করবে না পুনরায় তাও জানিয়েছেন অনেক এলাকাবাসী।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ