আবুল কাশেম আযাদ,স্টাফ রিপোর্টার :
চট্রগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়া কেরানীহাট ফারিয়ার(ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন) উদ্যোগে সাতকানিয়া রাস্তার মাথায় রোড ভিউ রেস্টুরেন্টে কেরানীহাট ফারিয়ার সাথে কেন্দ্রীয় ও চট্রগ্রাম বিভাগীয় ফারিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বিজয় বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ফারিয়ার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। আরও বক্তব্য রাখেন কেরানীহাট এরিয়া ম্যানেজার ফোরামের সভাপতি সরওয়ার আলম ও উপদেষ্টা জয়নাল আবেদীন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা ফারিয়ার নেতৃবৃন্দ। এতে কেন্দ্রীয় ফারিয়ার বিপ্লবী সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, সারা বাংলাদেশে সংগঠন সক্রিয় ভূমিকা পালন করছে। বাকি ইউনিট কমিটিগুলো শীঘ্রই শেষ করব। সাংগঠনিক সফরের মাধ্যমে সবার মতামতের ভিত্তিতে সংগঠন আরও গতিশীল হবে। চট্রগ্রাম দক্ষিণ জেলা ফারিয়া একটি শক্তিশালী মডেল ফারিয়া। পরিশেষে দক্ষিণ জেলা ফারিয়ার সভাপতি মিলন কান্তি দে স্বপন বক্তব্যর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।