এ কে আযাদ, স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের সাতকানিয়ায় সালাম হত্যা মামলার প্রধান আসামিকে দীর্ঘ প্রায় ৩৯ দিন পর গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি মো: জাফর সাতকানিয়া উপজেলার উত্তর ডেমশা ৬নং ওয়ার্ড ফকির পাড়ার মৃত কালা মিয়ার ছেলে।
শনিবার (১১ জানুয়ারি) প্রধান আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর ডেমশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ।
জানা যায় ,গত ২৪ নভেম্বর ২০২৫ইং ভোর পাঁচটার সময় ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে মসজিদের পথে হাটার সময় সাতকানিয়া উপজেলার উত্তর ঢেমশা ফকির পাড়ার মৃত নুরুজ্জামানের পুত্র আব্দুস সালামকে অজ্ঞাতনামা ব্যক্তিরা ধারালো ছুরি ও গাছের লাটি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ১ ডিসেম্বর ২০২৪ইং মারা যায়।
এমামলায় অপরাপর আসামি এখনো গ্রেফতার হয়নি।
সর্বশেষ গত শনিবার দুপুর নাগাদ উপজেলার উত্তর ডেমশা ৬নং ওয়ার্ড ফকির পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে সূত্র নিশ্চিত করেন।
উত্তর ডেমশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রশান্ত ভৌমিক বলেন, গ্রেফতারের পর হত্যা মামলার আসামিকে সাতকানিয়া থানায় হস্তান্তর করে জেল হাজতে প্রেরণ করা হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ