নুরুল কবির, বিশেষ প্রতিনিধি: সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছোট ঢেমশা এলাকায় অনুমতি ব্যতীত পুকুর খনন ও বানিজ্যিক উদ্দেশ্যে ট্রাকে করে মাটি পরিবহন করে ধুলা বালি দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় মোবাইল কোর্টের মাধ্যমে ছিদ্দিক আহমদের ছেলে নেছার আহমদ কে ,৫০,০০০ টাকা জরিমানা প্রদান করা হয়। ২৪ ফেব্রুয়ারী শনিবার সকাল ১১.৩০ টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস। এদিকে এলাকাবাসী জানায়, ছদাহা ইউনিয়ন ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য নাজিম মেম্বারের নেতৃত্বে কবরস্থান ভরাটের কথা বলে ছৈয়দাবাদ কাজিরখীল সড়ক দিয়ে মাঠি নেওয়া হচ্ছে। উক্ত সড়কের অবস্থা খুবই খারাপ, ছদাহা ৫নং ওয়ার্ড ছৈয়দাবাদ কাজিরখীল সড়কে দুই পাশে রয়েছে মসজিদ মাদ্রাসা ও ঘরবাড়ি,দিনে স্কুল মাদ্রাসার ছাত্র ছাত্রীরা চলাচল করতে পারতেছেনা এবং রাতে ও ঘুমাতে পারছিলাম না আমরা খুব কষ্টের মধ্যে আছি। এদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করায় আমরা ছদাহা ৫নং ওয়ার্ডবাসী প্রশাসন কে ধন্যবাদ জানাচ্ছি। মোবাইল কোর্টে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা । জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ