নুরুল কবির বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রাম, ১৪ জানুয়ারি ২০২৫: সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা এলাকার আব্দুস সালাম হত্যা মামলার সন্দেহজনক আসামী আবদুল মাবুদকে গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আবদুল মাবুদ দীর্ঘদিন ধরে পলাতক ছিল এবং তার অবস্থান কক্সবাজারের টেকনাফ এলাকায় ছিল।
গত কয়েকদিন ধরে পুলিশের বিশেষ অভিযান চলছিল, এরই মধ্যে টেকনাফের একটি স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবদুল মাবুদকে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। হত্যাকাণ্ডটি ঘটেছিল গত মাসে, যখন আব্দুস সালাম নামে একজন ব্যক্তি নির্মমভাবে খুন হন।
সাতকানিয়া থানা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেফতার আসামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত চলমান রয়েছে। পুলিশ আরও জানায়, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্য অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এই গ্রেফতারির ফলে আব্দুস সালাম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের অভিযান ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ