বিশেষ প্রতিনিধি, কাউছার আলম ।
সাতকানিয়া দক্ষিণ বারদোনা হানিফ সিকদার বায়তুর রহমত জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার দক্ষিণ বারদোনা হানিফ সিকদার পাড়া মসজিদ কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধন করেন আলহাজ্ব হাফেজ কারী আব্দুল মাবুদ খলিফা দরবারে আলিয়া গারাংগীয়া। কুরআন তেলেওয়াত করেন মোহাম্মদ মুজাম্মেল হক, মসজিদ কমিটির আহাব্বায়ক মোরশেদুল আলম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মৌলনা খানে আলম সাবেক আমির ১৬ নং সাতকানিয়া ইউনিয়েন,
মোস্তাক আহেমদ খতিব হানিফ সিকদার বায়তুল রহমত জামে মসজিদ, মামুনুরুল রশিদ বিচিষ্ট ব্যাবসায়ী,
মোরশেদুল আলম আহাব্বায়ক অত্র মসজিদ,
মো: ইদ্রিরিছ সদস্য সচিব, সহিদুল ইসলাম,মোহাম্মদ আলী
মৌলানা : সামসুল ইসলাম ,মাষ্টার : আব্দুর রহিম প্রমুক
উদ্বোধন শেষে দেশ জাতির কল্যাণ কামনা করে ও অত্র মসজিদের উন্নয়নের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করলেন মুফতি আলজাজ্ব হাফেজ ক্বারী আব্দুল মাবুদ সাহেব খালিফা দরবারে আলিয়া গারাংগীয়া ।