সাতক্ষীরা প্রতিনিধি।
সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের স্বরনে দোয়া ও শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শনিবার সকালে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাতক্ষীরার ৪ জন শহীদ পরিবার কে নগদ ১লক্ষ টাকা করে অর্থ প্রদান করেন বাংলাদেশ জামায়াত ইসলামি সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর মুফতী রবিউল বাশার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, খুলনা মহানগরের সাবেক আমীর আবুল কালাম আজাদ, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওঃ খলিলুর রহমান,খুলনা অঞ্চলের সদস্য মাস্টার শফিকুল আলম,খুলনা জেলা আমীর ইমরান হুসাইন, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি শেখ নুরুল হুদা,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহ সমন্বয়ক নাজমুল হাসান রনি সহ আরো অনেকে।