এস এম রনি, সাতক্ষীরা : ভারতে পাচারকালে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় এলাকা থেকে ৬৯ লাখ টাকা মূল্যের দুই পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। রবিবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের খুলনা রোড মোড় থেকে ভাদিয়ালী সীামান্তে যাওয়ার সময় তাকে আটক করা হয়। বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক বিকেল ৩ টা ২০ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।
আটক চোরাকারবারী নাম মোঃ তজিবুর রহমান (৪৩)। সে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের সাতানী গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি অধিনায়ক জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় থেকে ভাদিয়ালী সীামান্তে স্বর্ণের একটি বড় চালান নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপির নায়েব সুবেদার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস আভিযানিকদল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে মোটর সাইকেল যোগে তজিবুর রহমান নামের এক ব্যক্তি সীমান্ত এলাকায় যাওয়ার সময় তাকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশী চালিয়ে কোমরের বাম পাশে প্যান্টের সাথে কসটেপ দ্বারা পেঁচানো বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুই পিস স্বর্ণের বারসহ তার কাছে থাকা দুটি মোবাইল ফোন ও নগদ ৭২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ৫৪১ গ্রাম। যার বাজার মূল্য ৬৯ লাখ টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, শুল্ক কর ফাঁকি দিয়ে স্বর্ণের বার গুলো অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে নিজ জিম্মায় রাখা দায়ে অভিযুক্ত আটক চোরাকারবারীর বিরুদ্ধে মামলা দায়েরসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ এবং জব্দকৃত স্বর্ণের বার গুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ