এস এম রনি, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নির্বাচন আগামী ২২ জুন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৬ জুন) বিকালে এ্যাসোসিয়েশনের পলাশপোলস্থ অস্থায়ী কার্যালয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার এ্যাড এবিএম সেলিম, নির্বাচন কমিশনার সহকারি অধ্যাপক শেখ হেদায়েতুল ইসলাম। মত বিনিময় শেষে আগামী ২২ জুন নির্বাচন উপলক্ষ্যে তপশীল ঘোষণা করা হয়।
তফশীলে বর্ণিত ৬ জুন বিকাল ৫টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ।
৭ জুন শুক্রবার খসড়া ভোটার তালিকার উপর লিখিত আপত্তি গ্রহণ, একই দিন বিকাল থেকে খসড়া ভোটার তালিকার উপর শুনানী ও নিষ্পত্তি।
৮ জুন শনিবার বিকাল ৪টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।৯ জুন রবিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ।
১১ জুন মঙ্গলবার একই সময়ে মনোনয়ন পত্র জমা, একই দিন রাত ৭টা ১৫ থেকে ৯ টা পর্যন্ত মনোনয়ন পত্র বাছাই।
১২ই জুন দুপুর ১২টা থেকে মনোনয়ন পত্র বাতিল হলে আপিল, একই দিন বিকাল ৫টায় বৈধ প্রার্থী তালিকা প্রকাশ।
১৪ই জুন শুক্রবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার। ১৫ই জুন শনিবার বিকাল ৫টায় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ। ২২ জুন সকাল ৯ টা থেকে জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ। একই দিন দুপুর ১টা ৩০ মিনিটে থেকে ভোট গণনা ও ফলাফল প্রকাশ।
নির্বাচন কমিশনার এ্যাড এবিএম সেলিম জানান, আগামী ২২ জুন অনুষ্ঠেয় ভোটার তালিকায় মোট ১২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। উল্লেখ্য, নির্বাচন কমিশনারদের স্বাক্ষরিত নির্বাচনী তফশীল ও ১২৫ জনের খসড়া ভোটার তালিকা এ্যাসোসিয়েশনের কার্যালয়ে নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ